রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সার্কাস পার্টি বলে কটাক্ষ করলেন, একদা মমতা বন্দ্যোপাধ্যায়-এর ছায়া সঙ্গী মুকুল রায়। এখানেই থেমে থাকেনি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্কাসের বড় জোকার বলতেও ছাড়েননি তিনি।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেছেন, প্রতিটা বুথে 200 শতাংশ কেন্দ্রীয় বাহিনী দিলেও 5 থেকে 6 লাখ ভোটে জিতবে তৃণমূল প্রার্থীরা। এদিন তার জবাব দিতে গিয়ে মুকুল রায় বলেন, “মমতা সার্কাসের বড় জোকার। আর রাজ্যের প্রতিটি জায়গায় তিনি ছোট ছোট জোকার রেখেছেন। যার মধ্যে একজন কেষ্ট মণ্ডল। বীরভূমে মানুষ ভোট দেবে, যা ফলাফল হবে তা মাথা পেতে গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি।