দুপুরে হঠাৎই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে দুবরাজপুরের কানদিঘির ২৮৪ এবং ২৫৯ নম্বর বুথে। এককথায় দক্ষযজ্ঞ্ অবস্থা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করেই বুথ দখল নিতে উদ্ধ্যত হলে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয় বচসা। কিন্ত্ত নাছোড়বান্দা দুস্কৃতির দল বারবার চেষ্টা করে বুথে ঢুকে পরার। তাদের ছত্রভঙ্গ করতে বন্দুক তাক করে ভয়ও দেখায় জওয়ানরা। কোনও কিছুতে কাজ না হওয়ায় শেষে শূন্যে গুলি ছোড়ে তারা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় প্রাণ ভয়ে দৌড়োদৌড়ি। পরে গিয়ে একজন মহিলা আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাবি করেছে, একটা সময় জওয়ানদের লক্ষ্য করে প্রচুর পাথর ছুড়তে শুরু করে দুস্কৃতিরা। তখন বাধ্য হয়ে শূন্যে গুলি চালাবার সিধান্ত নেওয়া হয়। এই ঘটনার পর বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে আবার তা শুরু হয়। কমিশন জানিয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বুথ রক্ষায় শূন্যে গুলি চালাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল এই ঘটনার নিন্দা করে জানিয়েছে, এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে।
এই ঘটনায় মেজাজ হারিয়েছেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর কোনও এক্তিয়ার নেই গুলি চালানো। যেটা হয়েছে সেটা সম্পূর্ন এক্তিয়ার বহির্ভুত কাজ।তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে সরাসরি বিজেপির হয়ে কাজ করছে। দুষ্কৃতী নয়, তৃণমূলের ভোটারদের বুথ থেকে তাড়িয়ে দিতেই এসব করা হয়েছে। তিনিও জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এধরনের আচরণের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানাবেন।