২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৮

‘আগে ইতালীয় সরকারের চাকর ছিলাম আমরা’, ভোট দিয়ে কংগ্রেসকে কটাক্ষ কঙ্গনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ২৯, ২০১৯,
  • 313 সংবাদটি পঠিক হয়েছে

বিতর্কে থাকতে ভালবাসেন। আজ ভোট দিয়ে সেই ট্র্যাডিশনই বজায় রাখলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। এ দিন মুম্বইয়ে ভোট প্রদানের পর সাংবাদিকদের কঙ্গনা বলেন, “আজ ভীষণ গুরুত্বপূর্ণ দিন। প্রতি পাঁচ বছর পর এই দিনটি আসে। তাই সঠিকভাবে ব্যবহার করা উচিত।” এরপর কংগ্রেসকে এক হাত নিয়ে মণীকর্ণিকার অভিনেত্রী বলেন, “এর আগে আমরা মোগল, ব্রিটিশ এবং ইতালীয় সরকারের অধীনে থেকেছি। তাই নিজের ভোট ভেবেচিন্তে দিন।”

কংগ্রেসের জমানায় দেশের সার্বিক বৃদ্ধি তলানিতে নামে বলে দাবি করেন কঙ্গনা। দারিদ্য, ধর্ষণ, দূষণ সব ক্ষেত্রেই চরমে পৌঁছয় বলে অভিযোগ করেন তিনি। এমনতি কঙ্গনা ঠোঁটকাটা বলে পরিচিত বলিউডে। ‘নেপোটিজম’ বিতর্কে তাঁকেই প্রথম মুখ খুলতে দেখা গিয়েছে। এরপরই বলিউডে কার্যত কোণঠাসা হয়ে পড়েন। তবুও, তাঁকে কখনও দমতে দেখা যায়নি। সম্প্রতি আলিয়া ভাটকে এক হাত নিয়ে কঙ্গনা বলেন, করণের হাতের পুতুল তিনি। নিজের ছবি ‘মণিকর্ণিকা’য় অভিনীত আলিয়া সম্বন্ধে বলেন, “ছবির বিতর্কের বিষয়ে তার কাছ থেকে মতামত জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও উত্তর দেয়নি। আসলে ওর উত্তর দেওয়ার ক্ষমতাও ছিল না। করণের পুতুল সে।” যদিও আলিয়া তাঁর এমন আচরণে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, “আমি জানি কঙ্গনা আমায় অপছন্দ করেন। যদি আমার ব্যবহারে ও দুঃখ পেয়ে থাকে, তার জন্য ক্ষমা চাইছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »