৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৬

‘চুপচাপ পদ্মে ছাপ’, ভাটপাড়ায় তৃণমূলকে সাফ করার বার্তা মোদীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ২৯, ২০১৯,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডিস্ক : চুপচাপ পদ্মে ছাপ, তাতেই হবে তৃণমূল সাফ।’ ভাটপাড়ার জিলাপি মাঠ থেকে এভাবেই তৃণমূলকে পরাজিত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সোমবার বিকেলে জনসভা করেন মোদী৷

সোমবার বিকেল ৪টে নাগাদ ভাটপাড়ায় জিলাপি মাঠে আসেন তিনি। দলীয় সমর্থক এবং স্থানীয় নাগরিকদের উদ্দেশ্যে প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন৷ এদিন তিনি কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি বলেন, “দেশের একদল রাজনীতিবিদ পাকিস্তানের কথা বিশ্বাস করে পাকিস্তানের গুণগান গাইছেন। সার্জিকাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক তাদের চোখে পড়ে না। তারা এমন এক চশমা পরে আছে যে চশমায় দেশের সাফল্য দেখতে পায় না।”

তিনি এদিন বলেন “তারা পাকিস্তানের কথায় বিশ্বাস করে, পাকিস্তানের গুণগান করে। আমরা সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মেরেছি৷ কিন্তু আমার বিরোধীরা ভারতীয় সেনাদের সেই সাফল্য দেখতে পায় না৷ পাকিস্তানের কথা বিশ্বাস করে, পাকিস্তানের গুণগান করে। যারা পাকিস্তানের গুণগান করে তাদের মধ্যে এই বাংলার দিদিও রয়েছেন।”

এরপরই নরেন্দ্র মোদি জিলিপি মাঠে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন “যারা পাকিস্তানের গুণগান করে তাদের কি আপনারা মাফ করবেন। এবার সুযোগ এসেছে পদ্ম ফুলে বোতাম টিপুন, মোদীর হাত শক্ত করুন। আমাদের কেন্দ্রের জনমুখী প্রকল্পকে দিদি তৃণমূলের স্ট্যাম্প মেরে নিজেদের কৃতিত্ব নিচ্ছে। পরবর্তী মোদী সরকার আসলে নাগরিকত্ব আইন পাশ হবে তাতে দেশের প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার পাবে। স্পিড ব্রেকার দিদি বাংলার উন্নয়নকে আটকে রেখেছে।”

মমতাকে একহাত নিয়ে মোদী বলেন “জুট শিল্পকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে এরাজ্যের সরকার। আমরা জুট শিল্পকে বাঁচানোর চেষ্টা করছি। খাদ্য শস্যের প্যাকেজিং করতে জুট ব্যাগের ব্যবহার বাড়িয়েছি আমরা। আমাদের সরকার জুট শিল্পকে বাঁচাতে চায়।”

ভাটপাড়া র জিলিপি মাঠে লক্ষাধিক মানুষের জমায়েত দেখে অভিভূত প্রধানমন্ত্রী নাগরিকদের উদ্দেশ্যে বলেন “আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তা আমি মাথায় করে রাখব। পরবর্তী মোদী সরকার আসলে উন্নয়ন সুদ সমেত ফিরিয়ে দেব আমি। এই মাঠ সমর্থকদের তুলনায় ছোট হয়ে গেছে।”

প্রধানমন্ত্রী এই সভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী পবন সিংকে জয়ী করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নেতাজি সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের বীরত্বের কাহিনী তুলে ধরে সমর্থকদের উদেশ্যে বলেন “নেতাজীকে শ্রদ্ধা জানতে লাল কেল্লার মধ্যে আমরা ক্রান্তি মন্দির তৈরি করেছি যা বিশেষ দ্রষ্টব্য হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলার স্বাধীনতা সংগ্রামের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুকে আমার প্রণাম। ওনার বীরত্বকে সম্মান জানাই।”

ভাটপাড়ার জিলাপি মাঠে প্রধানমন্ত্রীর এই জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা মুকুল রায়, বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী পবন কুমার সিং সহ বারাকপুর সাংগঠনিক জেলার শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর এই জনসভায় প্রায় এক লক্ষ মানুষের ভিড় হয়েছিল বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »