মাসুদ আজহারকে ব্ল্যাকলিস্টে ফেলার জন্য বারবাএর উদ্যোগ নিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের দ্বারস্থও হয়েছে। কিন্তু পাকিস্তান বরাবরই মাসুদ আজহারকে বাঁচিয়ে দিয়েছে। এবার সেই জঙ্গিনেতাকে নিষিদ্ধ করার জন্য ভারতের উপর শর্ত চাপাল পাকিস্তান।
পুলওয়ামা হামলায় জয়েশের যোগ থাকার একাধিক প্রমাণ পেয়েছে ভারত। জইশের ঘাঁটিতে গিয়ে অভিযানও চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেই জইশের প্রধানই জইশ-ই-মহম্মদ। কিন্তু পাকিস্তানের দাবি, ভারতকে পুলওয়ামা কাণ্ড থেকে মাসুদ আজহারের নাম সরিয়ে নিতে হবে।
পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্দ ফয়জল বলেন, ভারত প্রমাণ করুন যে পুলওয়ামা কাণ্ড ঘটিয়েছে মাসুদ আজহার। তারপর আমরা ব্ল্যালিস্টের কথা ভেবে দেখব।
পা্গকা, ভারতীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর জইশ প্রধান তার সংগঠনের সদস্য, বিশেষত শীর্ষ কমাণ্ডারদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে৷ সেখানে ভারতে নতুন করে হামলার ছক তৈরি করা হয়েছে বলে গোপন সূত্রের খবর৷
জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে জইশের প্রতিটি শীর্ষ কমাণ্ডারকে মাসুদ আজহারের নির্দেশ খুব কম সময়ের মধ্যে বড়সড় হামলা চালানোর জন্য যেন তারা প্রস্তুত থাকে৷ এজন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷
তবে মাসুদ আজহার এবার দাবি করেছে গত ১৭ বছরে সে বা তার সংগঠনের কোনও সদস্যের চিকিৎসকের প্রয়োজন হয়নি৷ এমনকী হাসপাতালেও যেতে হয়নি তাদের কাউকেই৷ মাসুদের এই দাবি ফের একবার পাকিস্তানের মিথ্যাচারকে সামনে আনল৷