সেক্স স্ক্যান্ডাল, চিটফান্ড স্ক্যাম, বেফাঁস মন্তব্য, অশ্লীল বক্তব্য
ইত্যাদ নানা কারণে এখন তৃণমূল কংগ্রেস জুড়ে বিশৃঙ্খলা চরমে। তারই মাঝে
মুনমুন সেন দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার
রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। আর এই বিষয় নিয়েই গোপন সূত্রের দাবি অনুযায়ী ইমরান
খান আসতে পারেন তৃণমূলের প্রচারে।
বিজেপি নেতা মুকুল রায় সংবাদ সম্মেলনে বলেন, তার কাছে তথ্য এসেছে, প্রাক্তন
পাকিস্তানের খেলোয়াড় হিসেবে ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল
কংগ্রেস এই আমন্ত্রণ জানিয়েছে। একইসঙ্গে তিনি জানান, তিনি দিল্লিতে
নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে তৃণমূলের স্বীকৃতি বাতিলের দাবিও করেছেন।
তাহলে কি এবার তৃণমূল দলটাই উঠে যেতে চলেছে! সে বিষয়ে এখনো কিছু জানা যায়
নি।
প্রসঙ্গত এর আগেও প্রথম রাজনৈতিক দল হিসেবে ভোটের প্রচারের বিদেশী লোকজন
নিয়ে এসে শাস্তির মুখে পড়তে হয়েছিল তৃণমূলকে, কিন্তু সেই বিষয়ে সামান্যতম
বোধের উদয় তাদের হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ জোরালো হচ্ছে এই ঘটনার পর।