২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:৪৫

ভারত-বাংলাদেশ সম্পর্ক গভীরতর হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০১৯,
  • 295 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দু’দেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পাওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বলে মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির চলমান কার্যক্রমকে স্বাগত জানান। এছাড়া তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুত আমদানি-রপ্তানির বিষয়েও আলোচনা করেন। আগামীতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাই কমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশে তার কার্যকালীন সময় সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »