নির্বাচন জুড়ে সন্ত্রাস ছাপ্পা রিগিং তো চলছেই। প্রিসাইডিংকে ধমকে দেওয়া
থেকে বিরোধী এজেন্টকে মারধর, বা কখনো বিরোধী ভোটারদের শ্লীলতাহানি আবার
কখনো সেন্ট্রাল ফোর্সের সাথে ধাক্কাধাক্কি করে ভোট লুঠ। সবেতেই এগিয়ে
আমাদের রাজ্যের ভোট আর সৌজন্যে তৃণমূল কংগ্রেস। ভোটে জয় নিশ্চিত করতে হুমকি
ধমকি দিয়েই কাজ সারতে চাইছেন তারা।
এবার নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় ফের তৃণমূলের সন্ত্রাসবাদী রূপ
প্রকাশ্যে। নির্বাচন শেষ হতেই উত্তপ্ত হয়ে পড়লো বীরভূমের ইলামবাজার। গতকাল
ভোট লুঠ বাধা দেওয়ায় তৃণমূলের হাতে আক্রান্ত হলো এলাকার সিপিএম কর্মী।
ইলামবাজার এলাকার পাইকুনি গ্রামেগতকাল সকাল থেকেই উত্তপ্ত ছিল তৃণমূল
সিপিআইএম সংঘর্ষে,গতকাল বাম কর্মী শেখ খেলাফত সিপিআইএম এর পোলিং এজেন্ট হন,
হুমকির মুখে পড়তে হয় তৃণমূলের হাতে। খবরে প্রকাশ গতকাল ভোট চলাকালীন মুখ
বাধা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়। যদিও বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল
না,কিন্তু গ্রামবাসীদের নিয়ে প্রতিরোধ গড়ে বুথ লুঠ রুখে দেন খেলাফত,
পরবর্তীকালে শান্তিপূর্ণ ভোট হয় এলাকায়।
দুষ্কৃতীদের রোষ গিয়ে পরে খেলাফতের বিরুদ্ধে ,সকালে চড়াও হয় বাড়িতে একদল দুষ্কৃতী কিন্তু গ্রামবাসীদের হাতে ব্যাপক মার খেয়ে পালিয়ে যায়। রাত্রে প্রায় ১০০ জন চড়াও হয়ে বাড়ি জ্বালিয়ে দেয়, এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুজন এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। সিপিআইএম নেতৃত্ব ইলামবাজার এলাকার ঘটনাস্থলে রয়েছে উতপ্ত।