বাদশার নয়নের মণি সেই ছোট্ট মেয়েটি আর নেই, শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা এখন রীতিমতো পার্টি গার্ল। বন্ধুদের সঙ্গে হ্যাংআউট তো বটেই, তাছাড়াও ইদানীং প্রায় সমস্ত বলিউড পার্টিতে দেখা যাচ্ছে তাঁকে। বলিউডে গুঞ্জন যে খুব তাড়াতাড়িই ডেবিউ করবেন সুহানা।
সুহানা যদি ডেবিউ করেন বলিউড তবে খুব স্বাভাবিক যে সেটা হয় শাহরুখ-গৌরীর প্রযোজনায় ঘটবে, নয়তো কর্ণ জোহরের হাতে। সেই সম্ভাবনাই প্রবল। তবে অন্য রকম যে কিছু ঘটবে না, সেটা তো আর জোর দিয়ে বলা যায় না। হয়তো প্রথম ছবিটা অন্য কোনও প্রযোজক-পরিচালকের সঙ্গে করতে চাইবেন সুহানা।