শুধু দেশের নয়, বিশ্বের সেরা সুন্দরীদের অন্যতম ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন আজ। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর ফ্যানেরা। এই দিনটিতে যে বড়সড় কোনও ব্যাশ হবে সেটাই স্বাভাবিক। তার পর তিনি তো আবার বলিউড রয়্যালটি, বলিউডের সবচেয়ে সম্মানিত পরিবারের পুত্রবধূ।
ঐশ্বর্য নিজেও ভালবাসেন পরিবারের সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে। কিন্তু এবছর তাঁর মন ভাল নেই। একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ঐশ্বর্যর বাবা প্রতি বছর মেয়ের জন্মদিনটি বেশ ভালভাবে সেলিব্রেট করতেন। এবছরের গোড়ার দিকেই ঐশ্বর্য তাঁর বাবাকে হারিয়েছেন। সেই কারণেই এবছর বচ্চন পরিবার দিওয়ালি-তে কোনও অনুষ্ঠান রাখেননি, যেটা প্রতি বছর থাকে।
কিন্তু ওই প্রতিবেদনে বলা হয়েছে যেহেতু ঐশ্বর্যর বাবা মেয়ের জন্মদিনটি বড় করে উদ্যাপন করতে ভালবাসেন, তাই এবছর ছোট করে হলেও সেলিব্রেশন একটা হচ্ছে তবে সেখানে পরিবারের সদস্যরাই শুধু থাকবেন। এছাড়া থাকবেন ঐশ্বর্যর বেস্ট ফ্রেন্ড মিকি কনট্রাক্টর। আর আজকের এই ঘরোয়া সেলিব্রেশনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন অভিষেক বচ্চন। যতই ছোট করে হোক না অনুষ্ঠান, স্ত্রীর জন্মদিন উদ্যাপনে কোথাও যেন কোনও খুঁত না থাকে, সেই নিয়ে অত্যন্ত সচেতন তিনি।