আসতে পারে মহালপ্রলয়, তোলপাড় হতে পারে গোটা দুনিয়া! এক নয়, পরপর একাধিক ভূমিকম্পে কেঁপে উঠতে পারে পৃথিবী। এই ভূমিকম্পের কম্পনমাত্রা ৭ থেকে ৮-এর বেশি। এমনই সতর্কতা দিলেন ভূমিকম্প বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হুগারবিটস। নিজের ‘নিউ এজ আর্থকুয়েক ফোরকাস্টিং’ ওয়েবসাইটে এই সতর্কতা পোস্ট করেছেন তিনি। জানিয়েছেন– বৃহস্পতি, বুধ, শুক্র এবং নেপচুনের অবস্থান জনিত কারণে পৃথিবীতে কম্পন-আতঙ্ক দেখা দেবে। মহাকর্ষীয় যুদ্ধের কারণেই একাধিক শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করছেন ফ্র্যাঙ্ক হুগারবিটস।
তাঁর মতে, এপ্রিলের শেষ থেকে এই অবস্থান পরিবর্তন শুরু হয়েছে। ৩ মে-র মধ্যে ভূমিকম্পনের আশঙ্কা রয়েছে। কম্পনের মাত্রা ৭ থেকে ৮-এর বেশি হতে পারে। ফ্র্যাঙ্ক হুগারবিটস দাবি করেন, ৩ বছর পর্যবেক্ষণের পর তিনি এই রিপোর্ট পেশ করেছেন।
তবে, যদিও মার্কিন জিওলজিক্যল সার্ভে (USGS)-এর বিশেষজ্ঞদের মতে, হুগারবিটসের তত্ত্ব সঠিক নয়। তাঁদের মত, এতটা সময় আগে থেকে ভূমিকম্প সম্পর্কে কোনও তথ্য দেওয়া সম্ভব নয়। USGS-এর তরফেও এমন কোনও ভূমিকম্পের আশঙ্কার কথা খারিজ করা হয়েছে।