৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৪

ঘূর্ণিঝড় ফণীর কারণে আগামী শনিবারের এইচএচসি পরীক্ষা স্থগিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৩, ২০১৯,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

ঘূর্ণিঝড় ‘ফণীর’ কারণে আগামী শনিবারের সকল বোর্ডের এইচএচসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাম-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াইল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী শনিবার সকালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো আগামী ১৪ই মে সকালে অনুষ্ঠিত হবে। আর যে পরীক্ষাগুলো বিকেলে হওয়ার কথা সে গুলো বিকেলেই অনুষ্ঠিত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল ৩ মে সন্ধ্যার দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’। আর ফণী বাংলাদেশের দিকে ধেয়ে আসায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। কেন্দ্রের চারপাশে বাতাসে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগ তুলে এটি এখন এগুচ্ছে বাংলাদেশের উপকূলে। তবে কখনও কখনও এই বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »