পরকিয়া প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলেন এক ইমাম। এ সময় হাতেনাতে ধরা খেলেন এলাকাবাসীর কাছে। এলাকাবাসীও ইমাম বলে ছেড়ে দেননি। সোপর্দ করেছেন পুলিশের হাতে।
এরপর ৪ লাখ টাকা দেনমোহরে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন সেই ইমাম। ঘটনা ঘটে, ময়মনসিংহের তারাকান্দা থানায় গতকাল বুধবার (১ মে ) রাত ৮টায়।
জানা গেছে, ময়মনসিংহের কোতুয়ালী থানাধীন শহরের বলাশপুর এলাকার নুরুল ইসলামের কন্যা ও তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মৃত আঃ মজিদের বিধবা স্ত্রী ২ সন্তানের জননীর সঙ্গে উপজেলার কয়ারাকান্দা গ্রামের মৃত আবুল হুসাইনের পুত্র ৩ সন্তানের জনক স্থানীয় কোদালধর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুল হক আজাদীর (৪৫)পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রায়ই প্রেমিকের পরিচালিত তারাকান্দা দক্ষিন বাজার আল মানার ইন্টারন্যাশনাল মাদ্রাসার গোপন কক্ষে দেখা সাক্ষাতে মিলিত হয়। ঘটনার দিন ১০টায় ওই কক্ষে মিলিত হলে স্থানীয় লোকজন আটক করে পুলিশে খবর দিলে এস আই আবুল কালাম প্রেমিক যুগলকে থানায় নিয়ে যায় । পরে উভয় পক্ষের অভিভাবকরা আলোচনা করে বিয়ে সম্পন্ন করেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, আগে মুসলিম নিয়ম অনুযায়ী বিবাহ পড়ানো হয়। ওই দিন উভয় পক্ষের অভিভাবকরা কাবিন রেজিষ্ট্রি করেন।