বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরখাস্তকৃত পাইলট সাব্বির এমামকে আজ (১ নভেম্বর) সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে, উড়োজাহাজ নিয়ে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে প্রতিষ্ঠানটি তাকে বরখাস্ত করে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ দ্য ডেইলি স্টারকে বলেন, “জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাব্বিরকে গতকাল (৩১ অক্টোবর) সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
এদিকে, আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিমানের ফাস্ট অফিসার সাব্বির ও তার মা সুলতানা পারভীনসহ চারজনকে আদালতে হাজির করে সবার জন্যে রিমান্ডের আবেদন করে।
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিব সাব্বিরের সাতদিন এবং তার মায়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুজনকে ছয়দিনের রিমান্ড দেন আদালত।
গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত পাইলট সাব্বির (৩১) একটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাসভবনে আঘাতের পরিকল্পনা করেন।