২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৩

নির্বাচনী মিছিলে চড় খেলেন কেজরিওয়াল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ৪, ২০১৯,
  • 237 সংবাদটি পঠিক হয়েছে

বিড়ম্বনা যেন কাটতেই চাইছে না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল’র। সম্প্রতি তাঁর বিরুদ্ধে মামলা করেছে বিজেপি। এতে নানা রকম অপরাধমূলক অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভোট প্রচারে বেরিয়ে চড় খেতে হল কেজরিওয়ালকে।

বৃহস্পতিবার নয়াদিল্লির মতি নগর এলাকায় একটি হুড খোলা গাড়িতে ভোট প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল। গাড়ি যখন ধীরেধীরে এগোচ্ছে, তখনই আচমকা গাড়িতে উঠে পড়েন এক ব্যক্তি। আর চোখের পলক ফেলার আগেই কেজরিওয়ালকে কষে চড় মারেন তিনি। সঙ্গেসঙ্গেই অবশ্য তাঁকে ধরে ফেলেন আম আদমি পার্টির কর্মীরা। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে একাধিকবার কেজরিওয়ালকে লক্ষ্য করে চড়, জুতো ছোড়া, কালি ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এমনকী তাঁর অফিসে লঙ্কার গুড়ো নিয়েও হামলা চালায় এক ব্যক্তি। এরপর আবার আক্রমণের নিশানায় কেজরিওয়াল। দিনকয়েক আগে সদ্য কংগ্রেসে আসা হার্দিক প্যাটেলও চড় খেয়েছিলেন এক ব্যক্তির কাছ থেকে।

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারছেন এক ব্যক্তি

স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপির ষড়যন্ত্র দেখছেন আম আদমির নেতারা। তাঁদের দাবি, এসব করে ভোটে জিততে পারবে না বিজেপি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »