রাজীব গান্ধীর প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি রাহুলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় রাজীব গান্ধীকে ‘এক নম্বরের দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ ছুড়ে দেন মোদী। মোদী বোফর্স ‘দুর্নীতি’র প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন।
বোফর্স কামান কেনার জন্য একটি সুইডিশ সংস্থার থেকে ঘুষ নিয়েছিলেন রাজীব, এমনই অভিযোগ উঠেছিল একসময়। যদিও রাজীব গান্ধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও প্রমাণ নেই বলে দেশটির হাইকোর্ট রায় দিয়েছে।
শনিবার সেই ‘বোফর্স কেলেঙ্কারি’র প্রসঙ্গ তুলে মোদী বলেন, ‘আপনার বাবা তাঁর পারিপার্শ্বিক মানুষদের কাছে ‘মিস্টার ক্লিন’ হতে পারেন, কিন্তু তাঁর জীবন শেষ হয়েছে ‘ভ্রষ্টাচারী নম্বর ওয়ান’ হয়ে।’
আশির দশকে বফর্স কেলেঙ্কারির কথা সামনে আসে।১৯৯১ সালে মারা যান রাজীব গান্ধী।
শনিবারের জনসভায় মোদী আরো বলেন, নামদাররা ভাল করে শুনে রাখুন, সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়নি, কোনও রাজ পরিবারেও জন্ম নিইনি আমি। আমার ভাবমূর্তি ছোট করে এই মানুষগুলো চাইছে কেন্দ্রে একটা দুর্বল সরকার গড়তে।
রাফাল যুদ্ধবিমান নিয়ে নরেন্দ্র মোদীকে বহু দিন ধরে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল। ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী প্রচারে তার প্রত্যুত্তর দিতেই বফর্স প্রসঙ্গ টেনে এনেছেন মোদী। তথ্য সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।