৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৬

জঙ্গিবাদ নির্মূলে বড় প্রতিবন্ধকতা বিএনপি: তথ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ৫, ২০১৯,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপি জঙ্গিবাদ তোষণের, পোষণের এবং মদদদাতার ভূমিকা পালন করার কারণেই দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ও জোট, জঙ্গি তোষণ করেছে, পোষণ করেছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বেশকিছু দল আছে, যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত। তারা এক সময় স্লোগান দিত, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এই স্লোগান যারা দিয়েছে তারা এখনো ২০ দলীয় জোটের সঙ্গে সম্পৃক্ত।

আজ রবিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল হলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূলে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বাংলা ভাইকে কারা পোষণ করেছিলো। ক্ষমতায় থাকতে বিএনপি এই বাংলা ভাইকে, বাংলা ভাই হয়ে ওঠার জন্য সব ধরনের প্রশাসনিক সহায়তা করেছে।  বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন যে জোট, ২০ দলীয় ঐক্যজোট বাংলাদেশ ক্রমাগতভাবে জঙ্গি পোষণ করেছে, তোষণ করেছে। তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে সেই হাওয়া ভবনের পরিকল্পনায় ২১ আগস্টের হামলা হয়, যা আজ আদালতে প্রমাণিত। তাদের সময়েই বাংলা ভাই হয়ে উঠার পেছনে প্রশাসনিক সহায়তা দেওয়া হয়েছিলো।

তিনি আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল করার ক্ষেত্রে বিএনপি বড় প্রতিবন্ধকতা। বিএনপিকে অনুরোধ জানাবো, জঙ্গিবাদ তোষণের, পোষণের এবং মদদদাতার ভূমিকা আপনারা পরিহার করুন। জঙ্গিদের দিয়ে প্রতিপক্ষকে নির্মূলের হিংস্রতা থেকে বের হয়ে আসুন।

ড. হাছান বলেন, সম্প্রতি ভারতে জঙ্গি হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার পর ওই দেশের সব বিরোধীদল জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট ভিন্ন।

তিনি দাবি করে বলেন, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। অথচ সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে-ই এই দুর্যোগে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সেমিনারে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ বক্তব্য রাখেন

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »