রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক শিক্ষককে ঘুষি দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে দুই
বখাটে। ওই শিক্ষকের নাম, পঙ্কজ কুমার গোস্বামী (৪০)। তিনি জঙ্গল ইউনিয়নের
অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত ওই শিক্ষককে
বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষক পঙ্কজ কুমার গোস্বামী
জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গাড়াকোলা বাড়ী থেকে বাইসাইকেল যোগে
স্কুলে যাওয়ার পথে সোনাকান্দর গ্রামের গড়াই নদীর তীরে পৌছালে শালমারা
গ্রামের শাওন ও সাগর নামে ২জন বখাটে বলে স্যার দাঁড়ান, কথা আছে। তাদের কথায়
সাইকেল থেকে নেমে দাঁড়ালে তারা প্রকাশ করে, স্যার আমরা শালমারা স্কুলে
পড়ি। আপনার স্কুলে জেএসসির ফরম পুরণ হয়ে গেছে নাকি। শেষ হয়েছে বললে এখন করা
যাবে কিনা, জিজ্ঞাসা করে। পরে তাদেরকে অফিসে যোগাযোগ করতে বলে সাইকেল নিয়ে
পুনরায় রওনা দেওয়ার চেষ্টা করলে এলোপাথারী ভাবে কিল, ঘুষি মারতে থাকে।
মাথা ফেটে রক্তাক্ত হলে তারা পালিয়ে যায়। লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি
হাসপাতালে ভর্তি করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ
দায়ের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, আমার কাছে এসেছিল। পরে থানায় পাঠিয়েছি।