২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:১৬

৬ শিশুকে যৌন নিপীড়ন চালানো আমিনুর বেনাপোলে গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ৫, ২০১৯,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

যশোরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থীকে পর্যায়ক্রমে যৌননিপীড়ন চালানো আমিনুরকে পুলিশ গ্রেফতার করেছে।(শনিবার ০৪ই মে)দুপুরে অবৈধপথে ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় আনা হয়।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান,ঘটনার পর থেকেই পুলিশ তাকে আটকের ব্যাপারে তৎপর ছিল।

শুক্রবারও রাতভর তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে শনিবার দুপুরে সে সীমান্ত পাড়ি দেয়ার প্রস্তুতি নেয়।এসময় সেখানে হানা দিয়ে তাকে ধরে ফেলে কোতোয়ালি পুলিশ।যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(ওসি)অপূর্ব হাসান জানান,আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঘটনার দায় স্বীকার করেছে।সে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতেও রাজি হয়েছে।

উল্লেখ্য,তিন সন্তানের জনক আমিনুর গত প্রায় একমাস ধরে শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উপর পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালিয়ে আসছিলো।ঘটনাটি ফাঁস হবার পর গত বুধবার এক শিক্ষার্থীর বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।এরআগেই পালিয়ে যায় আমিনূর।সে ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকারবলে জানা যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »