আরো একবার, বাংলাদেশের মাটিতে ফের আক্রান্ত হিন্দুরা।
রিপোর্টার নাম
-
আপডেট টাইমঃ
রবিবার, মে ৫, ২০১৯,
-
344 সংবাদটি পঠিক হয়েছে
বাংলাদেশের মাটিতে ফের আক্রান্ত হিন্দুরা। ঢাকার মাদারীপুরে রাতের
আঁধারে দুটি কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতীরা। রাতে সদর উপজেলার
মস্তফাপুরের জয়াইর সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দির এবং কুন্ডুবাড়িতে
সার্বজনীন কালী মন্দিরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে
ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
স্থানীয় মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, জয়াইর গ্রামের রাধাগোবিন্দ ও
কালী মন্দির দুজন স্থানীয় লোকজনের আর্থিক সাহায্যে তৈরি করা হয়। গত কয়েকদিন
আগেই এই নির্মাণ করা হয়েছে। এখনও নির্মাণাধীন থাকায় মন্দিরের দরজা বা গেট
নির্মাণ করা হয়নি। মন্দিরের উন্নয়ন কাজের জন্য শনিবার গভীর রাত পর্যন্ত
মন্দির প্রাঙ্গনে মিটিং করেন কমিটির সদস্যসহ এলাকাবাসী।
সকালে জয়াইর রাধাগোবিন্দ মন্দিরের কালী প্রতিমার নাক-জিহ্বা ভাঙা ও
রক্ষাপ্রতিমা উপুর করে রাখা এবং পাশের কুন্ডুপাড়া সার্বজনীন কালী মন্দিরের
কালী প্রতিমা ও মহাদেবের বিগ্রহ ভাঙচুর ও রক্ষা প্রতিমা মাটিতে ফেলে রাখা
অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
সকালে জয়াইর রাধাগোবিন্দ মন্দিরের কালী প্রতিমার নাক-জিহ্বা ভাঙা ও
রক্ষাপ্রতিমা উপুর করে রাখা এবং পাশের কুন্ডুপাড়া সার্বজনীন কালী মন্দিরের
কালী প্রতিমা ও মহাদেবের বিগ্রহ ভাঙচুর ও রক্ষা প্রতিমা মাটিতে ফেলে রাখা
অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।
এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি
হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান,অন্যদিকে,
মাদারীপুর সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ‘মন্দিরের প্রতিমা ভাংচুরের
খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কে বা কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে
তা এখনও জানা যায়নি। মন্দির কমিটিও এখন পর্যন্ত সন্দেহভাজন কারও নাম বলতে
পারেনি। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এই পোস্টটি শেয়ার করুন...
এই ক্যাটাগরির আরো সংবাদ ...