মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পানিধার গ্রমের নারায়ণ মন্দির সমেত বহুশতবর্ষী পুরাতন জমিদার বাড়ি ও পারিবারিক দেবোত্তর সম্পত্তি চিহ্নিত ভূমিদস্যু লাল মিয়াদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যে রবীন্দ্রনাথ চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা সন্মননা দিয়েছেন বাড়টি তাঁর আপন ছোট বোন কাদম্বিনীর। যেই রামকুমার বাবু এলাকায় ১৯৩০ সালে বড়লেখা এলাকায় পিসি হাই স্কুল স্থাপন করেছেন বাড়িটি তাঁর। যে রামকুমার বাবু কাঠঁলতলী মহা প্রভুর আখড়া স্থাপন করেছেন বাড়িটি তাঁর। যে রামকুমার বাবুর উইলকৃত ১৩০৩.৫ একর লক্ষী নারায়ণ জিউ স্টেটের সম্পত্তি ১৯৫৪ সালের এসএ রেকর্ডের সময় অবৈধভাবে কেড়ে নেয়া হয়েছে বাড়িটি তাঁর। স্থানীয় প্রভাবশালীরা যুক্ত থাকায় প্রায় ১ বছর প্রশাসনের পেছনে ঘুরও বাড়ির মুখে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাটি অপসারণ করা যাচ্ছে না। উল্টো প্রশাসন ভূমি খেকোদের পক্ষে অবস্থান নিয়ে পরিবারের লোকদের মামলার ভয় ভীতি দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিয়েছে। ডেইলি স্টার, সমকাল, প্রথম আলো, কালের কন্ঠসহ অনেক জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবে আটকে যাচ্ছে সবকিছু।