৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০:৪০

ব্রিটিশ-বঙ্গে ‘বন্দেমাতরম’ নিষিদ্ধ ছিল, মমতার বাংলায় ‘জয় শ্রী রাম’: বিশ্ব হিন্দু পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ৫, ২০১৯,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে চন্দ্রকোনার পাশ দিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন কিছু সাধারণ গ্রামবাসী৷ আর তাতেই চটে গিয়ে গিয়ে কনভয় থামিয়ে রাস্তায় নেমে এসে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে গালাগাল দিচ্ছে! সাহস থাকলে সামনে আয়৷ পালাচ্ছিস কেন? সংবাদমাধ্যম সূত্রের খবর এরপর ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার ‘অপরাধে’ তিনজনকে আটক করে পুলিশ৷ পুরো ঘটনার কড়া সমালোচনা করে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে৷

বিশ্ব হিন্দু পরিষদের পূর্বাঞ্চলের শীর্ষ নেতা সচিন্দ্রনাথ সিনহা বলেন, ‘‘আমরা শুনেছিলাম ব্রিটিশদের রাজত্বে বাংলায় বন্দেমাতরম স্লোগান দেওয়া যেত না৷ কেউ সাহস করে ‘বন্দেমাতরম’ বললে তাকে জেলে পোরা হত৷ এখন পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একই রকমের পরিস্থিতি তৈরি হয়েছে৷ ‘জয় শ্রী রাম’ বললে জেলে যেতে হচ্ছে৷’’ সংবাদমাধ্যমের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার ‘অপরাধে’ তিনজনকে আটক করছে পুলিশ৷ ধৃতদের নাম, সীতারাম মিদ্দা, সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দোলুই৷ এই তিনজনকে আটক করেছে চন্দ্রকোণা টাউন থানার পুলিশ৷

ভিএইচপি নেতা সচিন আরও বলেন, ‘‘ভিডিওটিতে দেখলাম ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে গাড়ি থামিয়ে রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে গালিগালাজ করেছে৷ হিন্দুদের রাষ্ট্রীয় মহাপুরুষ শ্রী রামচন্দ্র৷ যার উপর আপামর হিন্দুদের আস্থা রয়েছে৷ বাংলার ঘরে ঘরে যিনি পূজিত হন সেই রামের নাম নেওয়াকে উনি গালাগালি বলছেন? এতে বাংলার হিন্দুরা অবশ্যই অপমানিত বোধ করবেন৷ ওঁর এজন্য বাংলার হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিৎ৷’’

মুখ্যমন্ত্রীর এরকম আচরণের প্রতিবাদে কিংবা যারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছেন তাদের স্বার্থে কী কোনরকম প্রতিবাদ কর্মসূচী নেবে বিশ্ব হিন্দু পরিষদ? এই প্রশ্নের উত্তরে সচিন্দ্রনাথ বলেন, ‘‘হিন্দুদের স্বার্থ দেখাই বিশ্ব হিন্দু পরিষদের কাজ৷ আমরা শুনেছি যে তিনজন গ্রেফতার হয়েছে৷ যদি এমনটা হয়ে থাকে তাহলে তিনজনকে অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে৷ পুরো বিষয়টি খোঁজ নিচ্ছি৷ সমস্ত তথ্য আসার পরই আমরা দ্রুত নিজেদের কর্মসূচী ঠিক করব৷’’সূত্র জি নিউজ

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »