৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১০:৫৭

মঙ্গলে তীব্র কম্পন অনুভূত, শোনা গেল শব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ৬, ২০১৯,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

বছরের পর বছর মঙ্গলে ঘাঁটি গেড়ে বসেছিল নাসার যান। এলিয়েন থেকে পানি, কিসের সন্ধান চলেনি এই লালগ্রহে। কিন্তু চমকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এত বছরে। এরপর গত এপ্রিলে যা ঘটল তাতে রীতিমতো শিহরিত বিজ্ঞানীরা। 

নাসার যানের সিসমোমিটারে ধরা পড়ল তীব্র কম্পন। পৃথিবীতে যাকে সবাই ভূমিকম্প বলেই জানে। সেরকমই তীব্র কম্পন অনুভূত হয়েছে মঙ্গলে। তার আগে প্রবল ঝড় চলেছে। রীতিমতো গোঙানির মত শব্দ শোনা গেছে সেই ঝড়ের। তারপরেই শুরু হয় কম্পন।  সিসমোমিটারের গ্রাফের অস্বাভাবিক উত্থান পতন দেখেই রীতিমত শিহরিত হয়ে ওঠেন বিজ্ঞানীরা। এই প্রথম পৃথিবী ছাড়াও সৌর মণ্ডলের অন্য কোনো গ্রহে কম্পন দেখতে পেলেন বিজ্ঞানীরা। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। পৃথিবীর সঙ্গে আরও একটি মিল খুঁজে পেলেন তারা। এর আগে মঙ্গলে পানির উৎস্যের সন্ধানে নেমেছিলেন তারা। তাতে নদী খাতের আকৃতির বেশ কিছু চিহ্ন মঙ্গলের মাটিতে দেখতে পেয়েছিলেন তারা। 

এমনকি, কয়েকদিন আগে পর্যন্ত মঙ্গলে ভিনগ্রহীদের বাস আছে বলে দাবি করতে শুরু করেছিলেন একাধিক বিজ্ঞানী। যতিই এই দাবির সত্যতা প্রমাণে কোনও প্রমাণ তারা দেখাতে পারেননি। তাই পানির অস্তিত্বের খোঁজে মরিয়া হয়ে উঠেছিলেন বিজ্ঞানীরা। এই খোঁজের যুদ্ধে অন্তত একটি সূত্র তো মিলে গেল। 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »