নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন কুন্দশি পাল পাড়ায় মঙ্গলবার গভীর রাতে কালি মন্দিরে চুরি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কুন্দশি গ্রামের পাল পাড়ার মৃত মনীন্দ্র পালের ছেলে কালিপদ পালের বাড়ির পারিবারিক কালি মন্দিরে মঙ্গলবার গভীর রাতে দরজার তালা ভেঙ্গে চোরের দল প্রবেশ করে।
কালি মুর্তির গায়ে পরিহিত বারোআনা ওজনের একটি স্বর্নের হার, আটআনা ওজনের একজোড়া কানের দুল, ৭/৮টি কপালের টিপ,একটি সিলিং ফ্যান ও নগদ ২হাজার টাকা চুরি করে পালিয়ে গেছে।
মন্দিরের পুরোহিত কালিপদ পাল জানান, পরিবারের সবাই ঘুমিয়ে গেলে গভীর রাতে চুরি সংগঠিত হয়েছে। বুধবার সকালে তারা বিষয়টি দেখে পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরি দর্শক নিমাই চন্দ্র মন্ডল সহ একদল পুলিশ বুধবার সন্ধায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মন্দিরের স্বর্নলংকার চুরির সহিত জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।