বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টাইগাররা। টস হেরে ফিল্ডিং নিলেও সাকিবরা বোলিংয়ে চাপে রেখেছে ক্যারিবীয়দের।
মঙ্গলবার ডাবলিনের ‘ক্লন্টারফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে’ খেলাটি শুরু হয়। মাঠে নেমে বল দিয়ে চাপে রাখে ওয়েস্ট ইন্ডিজকে। এতে দেখে-শুনে খেলতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওয়েস্ট ইন্ডিজে শিবিরে প্রথম আঘাত হানেন মেহদি হাসান মিরাজ। ক্যাচ দিয়ে ফিরে যান সুনিল আমব্রিস। তিনি ৫০ বলে ৩৮ রান করেন।
এরপর সাকিব আল হাসানের শিকার হন ড্যারেন ব্রাভো। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগৃহ ২ উইকেটে ৯০ রান। ওভার ১৭।
আজকের ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আছে তিন পেসার ও দুই স্পিনার। চোট কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
এদিকে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়া উদ্বোধনী জুটিকে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ১৭৯ রানের দারুণ এক ইনিংস খেলা জন ক্যাম্পবেল ছিটকে গেছেন চোটের জন্য। অভিষেক হয়েছে টেস্ট দলের উইকেটরক্ষক শেন ডাওরিচের।