২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:০২

কাশ্মীরি হিন্দুদের ভোটের জন্য ব্যাবস্থা করা হলো স্পেশ্যাল বুথের।হিন্দুরা ফিরে পেল তাদের লোকতান্ত্রিক অধিকার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৭, ২০১৯,
  • 234 সংবাদটি পঠিক হয়েছে

মোদীর ৫ বছরে এমন এমন ঘটনা দেখতে ও শুনতে পাওয়া যাচ্ছে যা আগে কখনো দেখা বা শোনা যায়নি। এমনি একটা খবর জম্মুকাশ্মীরের উধমপুর জেলা থেকে আসছে। প্রথমত পাঠকদের জানিয়ে দি, উধমপুর জেলা জম্মুতে অবস্থিত যা হিন্দু বাহুল্য এলাকা। এখানে স্পেশাল বুথ তৈরি করা হয়েছিল অনন্তনাগ আসনের ভোটিং করার জন্য। অনন্তনাগ কাশ্মীর এলাকায় অবস্থিত যেখানে হিন্দু সংখ্যা খুবই কম। এখান থেকে কাশ্মীরি হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছে।

অনন্তনাগের আসনে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লড়াইতে নামছেন। অনন্তনাগ লোকসভার হিন্দুরা আজ উধমপুরের স্পেশাল বুথে ভোটিং করেছেন। কাশ্মীরে হিন্দুদেরও ভোট দেওয়ার সমান অধিকার আছে, তাতে তারা যেখানেই থাকুক। নির্বাচন কমিশন ( Election Commission of India ) কাশ্মীরের হিন্দুদের জন্য আলাদা আলাদা স্থানে বুথের আয়োজন করেছে। যার মধ্যে উধমপুর এলাকাতেও একটা স্পেশাল বুথের ব্যাবস্থা করা হয়েছিল।

কাশ্মীরি হিন্দুরা দেশের বিভিন্ন এলাকা জুড়ে বাস করে। রাজীব গান্ধীর সময় কাশ্মীরে ব্যাপক ইসলামিকরণ শুরু হয়েছিল। সেই সময়ে কাশ্মীর থেকে হিন্দুদের বিতাড়িত করা হয়েছিল। এরপর কাশ্মীরের হিন্দুরা দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে ঠাঁই নিয়েছিল। অধিকাংশ হিন্দুরা দিল্লী, জম্মুর বিভিন্ন এলাকায় ঠাঁই নিয়েছিল। মোদী আমলে এই সমস্থ হিন্দুদের কথা নির্বাচন কমিশন ভাবতে শুরু করেছে। কাশ্মীরের হিন্দুরা তাদের লোকতন্ত্রের ব্যাবহার করতে পারছে এবং জনগণের মুখে একটা হাসি দেখতে পাওয়া যাচ্ছে। এক সময় কাশ্মীরের যে হিন্দুরা অবহেলিত ছিল তারা এখন তাদের ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে। হিন্দুরা তাদের লোকতান্ত্রিক শক্তি ব্যাবহার করতে সক্ষম হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »