গকুলাম কেরালা ক্লাবের দোষে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলা হলো না।
গত সোমবার সন্ধ্যায় লিগটিতে গকুলামের হয়ে খেলতে তিনি কলকাতায় যান। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন ৫ মে শুরু হওয়া ইন্ডিয়ান উইমেন্স লিগে বিদেশিদের খেলানোর জন্য নিবন্ধনের সময়সীমা পেরিয়ে গেছে। এ কারণে না খেলেই চলে আসতে হচ্ছে তাকে।
গতকালই তার ঢাকায় ফিরে আসার কথা ছিল।