পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন বাম জামানার থেকেও হিংস্র:প্রণব মুখার্জি।
আজ তিনি দিল্লির এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেন ।
তিনি আরো বলেন যে তিনি, পশ্চিমবঙ্গের কংগ্রেস ও বাম আমলের নির্বাচন দেখেছেন ।কিন্তু এখন পরিস্থিতি বাম আমলের থেকেও বেশি হিংসায় ভর্তি।
তিনি আরো বলেন যে নির্বাচন প্রতি পাঁচ বছর পর পর যাবে আসবে, কিন্তু কারো জিবন হানি বা অঙ্গহানি হলে তা আর ফেরানো যাবে না। তাই তিনি রাজ্যবাসীর কাছে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ ভোটে দানের আবেদন করেছেন। তৃনমূল যা করছে তা অসহনীয় ।