২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:২৫

ফরিদপুরে শহীদের সন্তান সুবীর সিকদারের বাড়িতে হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১০, ২০১৯,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

ফরিদপুর সদরের কানাইপুরে শহীদের সন্তান সাংবাদিক প্রবীর সিকদারের ভাই, শহীদ দীনেশ সিকদার বিদ্যাপীঠের পরিচালক সুবীর সিকদারের বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্ত। এসময় তারা বাড়ির চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ির নীচতলার কাচের জানালা, থাই ভাংচুর করে।

বুধবার দিবাগত রাত পৌনে দশটার দিকে কানাইপুর সিকদার বাড়িতে এঘটনা ঘটে।

জানা যায়, রাত পৌনে দশটার দিকে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে কিছু দুর্বৃত্ত হেলমেট পড়ে সিকদার বাড়ির সুবীর সিকদারের ভবন ঘেরাও করে। এসময় তারা ভবনের গেট ভেঙ্গে ফেলার চেষ্টা করে। পরে দুর্বৃত্তরা বাড়ির চারাপাশে পেট্রোল ধরিয়ে আগুন ধরিয়ে দেয়।

সুবীর সিকদারের বড় ছেলে সুপন সিকদার জানায়, যখন দুর্বৃত্তরা ভবনে আগুন দেবার চেষ্টা করছিল তখন গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফরিদপুর সদর থানার এসআই নাসির জানান, তিনি ঘটনাস্থলে আছেন। এখনও বিস্তারিত জানা যায়নি।

এব্যাপারে সাংবাদিক প্রবীর সিকদার জানান, ফরিদপুরের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে আমি সবসময় সরব। দুর্বৃত্ত চক্রের কাছে খবর ছিল, আমি কানাইপুরে আছি। আর সেই হিসেব করেই কানাইপুরে আমার ভাইয়ের বাড়িতে সশস্ত্র হামলা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »