ভারতের বাইরে সন্ত্রাসীদের জোট-বৈঠক গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, এই বৈঠকে হাজির ছিল ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সইদের জামাত-উদ-দাওয়ার প্রতিনিধি এবং দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির প্রতিনিধিরা। এই বৈঠকে বড় কোনও পরিকল্পনা করা হয়েছে। সেটা গুরুত্বপূর্ণ শহর হতে পারে, কিংবা কোনও উচ্চ পদস্থ ব্যক্তির ওপর হামলার পরিকল্পনাও হতে পারে। powered by Rubicon Project সূত্রের খবর অনুযায়ী, গোয়েন্দা বিভাগের তরফ থেকে সন্ত্রাসীদের মহাগোটবন্ধনের ব্যাপারে বিভিন্ন মহলকে সতর্ক করা হয়েছে। গোয়েন্দা সংস্থার খবরের সূত্রে ধরে স্বরাষ্ট্রমন্ত্রকও খোঁজ খবর শুরু করেছে, দেশের কোনও কোনও সংগঠন এই মহাগোটবন্ধনে যুক্ত রয়েছে, তার খবর নিতে। নতুন করে জোটবদ্ধ বিভিন্ন সংগঠন নতুন করে জোটবদ্ধ বিভিন্ন সংগঠন সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান ভিত্তিক বিভিন্ন জঙ্গি সংগঠন নতুন করে গোষ্ঠীবদ্ধ হচ্ছে। তাদের হামলার লক্ষ্য হতে যাচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে থাকা রাজনৈতিক নেতা ও রাজনৈতিক সমাবেশ। স্থানীয় বিভিন্ন ছোট সংগঠনের সাহায্যে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। [আরও পড়ুন:পাকিস্তানের লাহোরে বিস্ফোরণ, প্রাণ গেল চার জনের, আহত বহু] জৈশ ও লস্কর রয়েছে চাপে জৈশ ও লস্কর রয়েছে চাপে গোয়েন্দা বিভাগের সূত্র অনুযায়ী, জৈশ-ই মহম্মদ ও লস্কর-ই-তৈবার স্লিপার সেল কিংবা মডিউলগুলি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হামলায়। তবে তারা স্থানীয় আন্ডার গ্রাউন্ডে থাকা লোকজনের সঙ্গে যুক্ত হয়ে লজিস্টিকস ও মানবিক সাহায্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।