দিপান্নীতা কুন্ডু
১১ সালে প্রচন্ড মানসিক যন্ত্রণা নিয়ে ক্ষমতা থেকে চলে গিয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। সহজ সরল মানুষ টিকে সারদার টাকার জোরে মমতা ব্যানার্জি, মিডিয়া, বুদ্ধিজীবী রা ও মাওবাদীদের সাহায্যে ওনাকে কালিমালিপ্ত করেছিলেন। সিঙ্গুর কারখানা করতে গিয়ে ছিলেন মমতা ব্যানার্জি র নোংরা রাজনীতি করতে দেয়নি, এখন সর্ষে চাষ হচ্ছে, নন্দীগ্রামে গুলি চালানো মহিলাদের স্তন কেটে নেওয়া বহু কুৎসা সয্য করতে হয়েছে। আজকে প্রমানিত সি বি আই তদন্তের চার্জশিট জমা পড়েছে,যাতে দেখা যাচ্ছে নন্দীগ্রামে ওনার কোনও ভুমিকা ছিলনা, সবই দিদির ঘৃন্য চক্রান্ত । ওনি পোষাকে সাদা মানুষ টাও সাদা। লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য।