মুক্তাগাছা উপজেলার শশা ইজারা গ্রামে বৃহস্পতিবার হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টায় বাড়িতে হামলা ও ঘরের প্রতিমা ভেঙ্গে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, মুক্তাগাছা-পিয়ারপুর সড়কের পাশে তারাটি ইউনিয়নের শশা ইজারা গ্রামে বিশ্বনাথ ঘোষের জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছে একই ইউনিয়নের নয়াবিলা গ্রামের প্রভাবশালী শহিদ, কালা চানরা। এর আগেও তারা ২৪ শতাংশ জমির গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল সকালে আবারও তারা লাঠিসোটা নিয়ে ওই সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালায়। তাদের লাঠির আঘাতে আহত হন দিলীপ ঘোষ ও বিশ্বনাথ ঘোষের স্ত্রী মমতা রানী ঘোষ।
এ সময় কালীমন্দিরের প্রতিমায় আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে শহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওসি আখতার মোর্শেদ বলেন, প্রতিমাতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এর পরও তদন্ত চলছে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের। তবে জমি নিয়ে উভয়পক্ষের বিরোধ দীর্ঘদিনের।