আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশে এখন নীরব সাম্প্রদায়িকতা চলছে। ককাস আয়োজিত এক নাগরিক সম্প্রীতি সভায় এ কথা বলেন তিনি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আরও বলেন, সমাজে যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। কিন্তু যারা অসাম্প্রদায়িকতার রাজনীতির কথা বলেন, তাঁদের সঙ্গে রাষ্ট্রের আচরণ নেতিবাচক। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ফেসবুক, টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম দুই ধরনের মানুষের হাতে। একটি দল পর্নো ছড়িয়ে দিচ্ছে। আরেক দল ছড়াচ্ছে সাম্প্রদায়িকতা। এর ব্যবহার আমরা দেখেছি। তিনি বলেন, ফেসবুকে এই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর তাণ্ডব চালানো হয়েছে। এভাবে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাশেদ খান মেনন বলেন, সংবিধান অনুযায়ী আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর যেভাবে নির্যাতন অত্যাচারের ঘটনা ঘটছে, তাতে আমরা বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি বলে আশঙ্কা হচ্ছে। যেসব ঘটনা ঘটে চলেছে, এগুলো ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক। সভায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রতিনিয়ত নির্যাতন, জুলুমের ঘটনা ঘটছে। তাঁরা নিপীড়িত হচ্ছেন। তাঁদের ভূমি জবরদখল করা হচ্ছে। তাঁদের মানবাধিকার রক্ষায় সরকার উদাসীন, যা কোনোভাবেই কাম্য নয়। যেখানে যে জেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে, ওই এলাকার সংসদ সদস্যরা যেন জেলার জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনকে জবাবদিহির মধ্যে নিয়ে আসে। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের টেকনোক্র্যাট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি রানা দাশগুপ্ত, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও ইন্টার রিলিজিয়ান হারমোনী সোসাইটির মহাসচিব মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।