শনিবার দলের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দল ত্যাগ করেছেন ভাদোহি জেলার সভাপতি নীলম মিশ্রসহ তার সমর্থকরা। খবর জি নিউজের।
নীলম মিশ্রের অভিযোগ, কংগ্রেস প্রার্থী রমাকান্ত যাদব দলের নেতাদের সঙ্গে কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ জানান প্রিয়াংকা গান্ধীর কাছে৷
তাদের দাবি, প্রিয়াংকা দলের নেতাদের এই অভিযোগকে কোনো পাত্তা না দিয়ে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের কড়া কথা শুনিয়ে দেন৷
এতে অপমানিত বোধ করেন নীলম মিশ্র। এর পর ক্ষোভে দল ছাড়ার সিদ্ধান্ত নেন৷
এ বিষয়ে জেলার কংগ্রেসের সহসভাপতি মুশির ইকবাল জানান, খুব তাড়াহুড়ো করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন৷ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে পারতেন।
প্রসঙ্গত ভারতের লোকসভা নির্বাচনে আজ রোববার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে। এবার সাত দফায় হচ্ছে দেশটির এ জাতীয় নির্বাচন।
পশ্চিমবঙ্গ, দিল্লিসহ সাতটি রাজ্যের ৫৯টি আসনে রোববার ভোট হচ্ছে। ষষ্ঠ দফার নির্বাচনে উত্তরপ্রদেশের ১৪টি আসন, হরিয়ানা ১০, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে ভোট হচ্ছে আজ।