ভোটের রাজনীতিতে কার্যত অসফল হয়ে বাঙালি উপর প্রতিহিংসা মূলক আচরণ করছে
তৃনমূল, বিভিন্ন সংখ্যালখু জায়গা প্রচার করা হচ্ছে মমতা ব্যানার্জীর
নেতৃত্ব এ বাংলাকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা হবে।
তাছাড়াও তৃনমূল এর নেতার তথা কোলকাতার মেয়র যে সংখ্যালঘু এরিয়ায় যে বক্তব্য রেখেছেন তা যথেষ্ট উস্কানি মূলক।
নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক
মন্তব্য করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।
কৃষ্ণনগরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ফিরহাদ হাকিম বলেন,”এবারের ভোট
ইয়ারকি মারার ভোট নয়। আনন্দ করার ভোট নয়। আজকের ভোট মোদী রামের ভোট। কালকে
মাথা তুলে থাকতে পারব কিনা, তার ভোট। আমাদের টুপি পরে নামাজ পড়তে দেবে না।
ইউপিতে (উত্তরপ্রদেশ) ছেলে নমাজ পরতে গেলে টুপিটা পকেটে নিয়ে যাওয়ার কথা
বলে মা। বজরং দল দেখলে মেরে দেবে। মসজিদে গিয়ে টুপি পরবি”।
ফিরহাদ আরও বলেন,”ইউপি-তে টুপি পরে যাওয়া মানা। বজরং দল দেখে নিলে পিটিয়ে
মেরে দেবে। দাঁড়ি কেটে ফেলছে মুসলিমরা। উপরওয়ালা ছাড়া কারও কাছে মাথানত
করব না”।
অসহিষ্ণুতার প্রসঙ্গ টেনে কলকাতার মেয়র মন্তব্য করেন,”ইউপিতে মানুষ বলছে,
গরুর চেয়ে মানুষের দাম কম। লিখে নিন, সাধারণ মানুষকে গরু খাওয়ার জন্য মেরে
দিয়েছে বজরং দল”।