সম্প্রতি অনুষ্ঠিত হল মেটগালা। সেখানে বারবি ডলের মতো সেজে ছিলেন দীপিকা পাডুকোন। কিন্তু এখানেও হাজির ছিলেন দীপিকার এক ফ্যান। দীপিকাকে খুঁজতে গিয়ে প্রায় পদপিষ্ট হচ্ছিলেন সেই ফ্যান। তার নাম লিলি সিং। তিনি ইউটিউবার।
সুপারউইম্যানের সাজে ইউটিউবার লিলি মেট গালার দিনে টুইট করেছেন যে তিনি ‘দীপিকা পাডুকোন দিদি’কে পাগলের মতো খুঁজেছেন ওই ভিড়ের মধ্যে। অবশেষে দীপিকাকে খুঁজেও পান এবং একসঙ্গে প্রায় একই রকম পোশাকে ছবিও তোলেন লিলি সিং ও দীপিকা পাডুকোন।
আরও পড়ুন: ইয়েমেনে শান্তির লক্ষ্যে বন্দরের দখল ছাড়ছে হুতি বিদ্রোহীরা
কিন্তু খুঁজে পেতে কীভাবে কালঘাম ছুটেছিল তার। সেসব বিস্তারিত জানিয়ে লিলি টুইটে বলেছেন, ‘সারা মেট গালাতে অনুসন্ধান করে আমার পোশাকের সমেত প্রায় ৬টি চেয়ারে ধাক্কা খেয়ে, ১৬ জনকে মাড়িয়ে, নিজে ধাক্কা খেয়ে দীপিকা পাডুকোনকে খুঁজে বের করি এবং তাকে জড়িয়ে ধরি।’
প্রত্যুত্তরে দীপিকা পাডুকোন টুইটে বলেছেন, ‘পরের বার একটা ফোন করে নিও! আমাকে খুঁজে বের করার সহজতম উপায়! অনেক ভালোবাসা বোন!’
অবশ্য ইনস্টাগ্রামে পোস্টটি লিলি সিং শেয়ার করার পরে রণবীর সিংও প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ