অনলাইন ডেস্ক ॥ সিলেটে চিকিৎসক প্রিয়াঙ্কা
তালুকদার হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের
রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ওই তিনজনকে আদালতে হাজির করে সাত দিনের
রিমান্ড আবেদন করে পুলিশ। মহানগর হাকিম (১ম আদালত) জাহিদুর রহমান আসামিদের
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জালালাবাদ থানার ওসি হারুন-উর-রশীদ জানান, সোমবার থেকেই প্রিয়াঙ্কার স্বামী স্থপতি দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শ্বাশুড়ি রত্না রানি দেবের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
রোববার সকালে নগরীর পশ্চিম পাঠানটুলা পল্লবী ২৫ নম্বর বাসা থেকে ডা. প্রিয়াঙ্কার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন প্রিয়াঙ্কার বাবা ঋষিকেশ তালুকদার। প্রিয়াঙ্কা নগরীর বেসরকারি পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ছিলেন।