ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ থেকে লোকেরা এসে হিংসা, অশান্তি বাঁধিয়েছিলো বসিরহাটে।
শনিবার (১১ মে) পশ্চিমবঙ্গের হাড়োয়ায় নির্বাচনী প্রচারে এসে একথা বলেন তিনি।
মোদির সমালোচনা করে মমতা বলেন, দাঙ্গা করেই হাতেখড়ি নরেন্দ্র মোদির। অটল বিহারী বাজপেয়ী ধর্ম শেখার কথা বলেছিলেন। কিন্তু মোদিরা ধর্মকে হাতিয়ার করে হিংসা ছড়াচ্ছেন।
মততা অভিযোগ করে বলেন, ভোটে অশান্তি ছড়াতে বাইরের রাজ্য থেকে লোক এনে লুকিয়ে রাখছে বিজেপি।
তিনি বলেন, ভোট কিনতে বিজেপি নেতারা টাকার থলে নিয়ে ঘুরছেন। গাড়ি করে, হেলিকপ্টারে করে টাকা আসছে। বনগাঁ, বসিরহাটের বিভিন্ন জায়গায় টাকা চলে যাচ্ছে।