চন্দনাইশ উপজেলায় বরমা ইউনিয়ন কালিহাট এলেকায় বহু প্রাচীন ও সুপরিচিত, মা কালি মিষ্টি ভান্ডার যা অনেকের কাছে হরি কাকার মিষ্টি নামেও পরিচিত, কিন্তু কয় একদিন আগে হঠাত এলেকার কিছু চিন্তিত সন্ত্রাসী, নাজিম লোকমান সৌরভ সহ এই বাহিনী দোকানের মালিক হরিপদ দে এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল, এবং হুমকি দেওয়া হয়েছিল এই দেশে ডেন্ডারা চাঁদা না দিয়ে ব্যাবসা করতে পারে না, তারই পরিপ্রেক্ষিতে তারা গত ২ দিন আগে দোকানে চাঁদার টাকায় নিতে আছে, এই সময় মালিক বয়স্ক হরিপদ দে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে না পারলে তারা থাকে মেরে দোকান থেকে বের করে দিয়ে দোকান বন্ধ করে দেই যা এখনো বন্ধ রয়েছে, শুধু তাই নয় হুমকি দেওয়া হচ্ছে পুলিশ কে জানানো হলে পুরো পরিবার কে ঘরে বন্ধ করে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়বে, এই এমন অবস্থায় তাদের জনজীবন হুমকির মুখে ধারিয়েছে, এমন কি তারা দেশ ত্যাগ করা চিন্তা করছে, এবং এলেকার অনেকেই জানিয়েছেন, ঔ ইউনিয়নে তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারে নিরব ভূমিকা দেখে একেলার অন্যরা ও আজ আতংকিত এমন অবস্থায় সকলে আইনি সফল প্রক্রিয়া আশা করছে।