এক কথায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডাইমন্ডহারবার সহ সমগ্র দক্ষিণ
চব্বিশ পরগনা জুড়ে। ব্যাপক হারে স্থানীয় হিন্দুদের উপর অত্যাচার করছে
মুসলিমরা। অত্যাচারের কার্যত দিশে হারা হয়ে গ্রাম ছাড়ছে হিন্দুরা। দুই দিন
আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী জয়নগরের সভায় এসে যে উস্কানিমূলক বক্তব্য
রেখেছিলেন এটা কার্যত তারই ফল।
মুখ্যমন্ত্রীর মত রাজনৈতিক সচেতন ও বুদ্ধি সপন্ন একজন মানুষ কিভাবে দক্ষিণ
চব্বিশ পরগনার মত সংবেদনশীল জয়গায় এসে গুজরাটের দাঙ্গার কথা বললেন ও
বিজেপি নাকি বিভিন্ন রাজ্যে মুসলমান দের উপর অত্যাচার চালাচ্ছে এই সমস্থ
কথা বলে, তিনি দক্ষিণ চব্বিশ পরগনার জমে থাকা আগুনে ঘি দিয়ে যায়। এই দাঙ্গা
কেবল ডাইমন্ড হারবার অবধি থেমে নেই। মমতার এই উস্কানিমূলক ভাষণ এর ফলে
জ্বলছে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃণ অঞ্চল।
এই দিন ডাইমন্ডহারবারের বিভিন্ন মসজিদ থেকে মাইক বাজিয়ে হিন্দুদের উপর
আক্রমণ করার নির্দেশ দেওয়া হয়। মসজিদ থেকে বলা হয় যেন মুসলিমরা হিন্দু
দেখলেই তাদের উপর লাঠি ছুড়ি তলোয়ার নিয়ে যেন হামলা করে।
প্রাণ বাচানোর তাগিদে ও মহিলাদের সন্মান বাচানোর তাগিদে অনেকেই তাদের পরিবার নিয়ে এলাকা ছাড়া হোচ্ছেন। এতি মধ্যেই পুড়িয়ে দেওয়া হয়েছে প্রচুর মানুষের বাড়ি ঘর ও লুঠ করা হয়েছে সাধারণ মানুষের সম্পত্তি ও দোকানপাট। মুখ্যমন্ত্রীর কারনে মানুষের প্রান ও মানের যে এত বড় ক্ষতি হল, তার ক্ষতি পূরণ কি মুখ্যমন্ত্রী দেবেন।