অমিত শাহের রোড শো ঘিরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার কলেজস্ট্রিট ও বিধানসরণী। ভেঙে ফেলা হয়েছে বিদ্যাসাগর কলেজের ভিতরে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের দাবি, “তাঁর রোড শো ভণ্ডুল করতে তৃণমূলের গুন্ডারা হিংসা ছড়িয়েছে”।
অমিত শাহের বক্তব্য, ”কলেজের ভেতর থেকে কালো ঝান্ডা নিয়ে বেরিয়ে আসে তৃণমূলের গুন্ডারা। পুলিশ নীরব দর্শক ছিল। তৃণমূলের গুন্ডা ও আমাদের কর্মীদের মধ্যে ঝামেলা বাঁধে”। হিংসা লাগিয়ে পদপৃষ্ট করিয়ে তৃণমূল কংগ্রেস মানুষ মারতে চেয়েছিল বলে অভিযোগ করেন অমিত শাহ। তিনি আরও বলেন, ”কলকাতায় বিজেপির রোড শো দারুণ সাড়া পেয়েছে। বহু মানুষ অংশ নিয়েছেন। এটা দেখে তৃণমূলের গুন্ডারা মরিয়া হয়ে উঠেছিল। সে জন্যই হামলা চালিয়েছে। মানুষকে পদপৃষ্ট করে মারার পরিকল্পনা করেছিল। প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রোড শো। এজন্য বিজেপি কর্মীদের অভিনন্দন জানাচ্ছি”।ডায়মন্ড হাবরায় শত শত হিন্দু বাড়ী বাবসা প্রতিষ্টান হমলা করেছে জ্বালিয়ে দিয়েছে ঘড় বাড়ী