বাকলিয়া বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কলি দত্ত(১৩) প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ রয়েছে।
কলির বাবা চকবাজার থানাধীন ঘাসিয়াপাড়া এলাকার আজিম টাওয়ারের বাসিন্দা মুদি দোকানদার রঞ্জিত দত্ত জানান, শুক্রবার (৯মে) রাত ১০টার দিকে তার মেয়ে কলি প্রাইভেট শিক্ষকের কথা বলে বইখাতা নিয়ে বাসা থেকে বের হয়। কিন্তু সে অনেক রাত পর্যন্ত বাসায় না ফেরায় প্রাইভেট শিক্ষকের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিস পায়নি। পরে রোববার(১১মে) তিনি চকবাজার থানায় এ মর্মে একটি সাধারণ ডায়েরী(চকবাজার থানার সাধারণ ডায়েরী নং৫০১) করেছেন।
রঞ্জিত জানান, তার মেয়ে কলির গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার , চোখ স্বাভাবিক, বামহাতে কাটা দাগ আছে, মাথার চুল কালো। বাসা থেকে বের হওয়ার সময় কলি হলুদ রঙের জামা ও চকলেট রঙের প্যান্ট পড়া অবস্থায় ছিল।
কোন সহৃদয় ব্যক্তি তার খোজ পেয়ে থাকলে ০১৮২৩০৩৮৯৪৭ বা ০১৮২৮২২৩০৪৯ নাম্বারে অথবা চকবাজার থানায় জাননোর জন্য অনুরোধ জানিয়েছেন কলির বাবা রঞ্জিত দত্ত।