বগুড়ার সোনাতলায় স্কুল ছাত্রী প্রতিমা রবিদাস উদ্ধার ত্রবং সাথে থাকা ত্রজাহার নামীয় অপহরনকারী আসামী মো লিজু মিয়া ও মোঃ বিশালকে গ্রেফতার করে বগুরা রাব —১২ ৷
বাংলাদেশ মাইনোরেটি ওয়াচে বগুরা জেলা কমিটির সভাপতি বিকাশ কর্মকারের কাছে প্রতিমা রবিদাস অপহরন হলে ন্যায় বিচার ও মেয়েকে উদ্ধারের মৌখিক আবেদন করিলে ৷সেন্ট্রাল চেয়ারমান ত্র্যাডঃ রবিন্দ্র ঘোষের সহযোগিতায় ত্রবং সোনাতলা থানার আন্তরিকতায় ৷
অপহত প্রতিমার বাবা শ্রী মতিলাল রবিদাস বাদি হয়ে (৮)জনকে আসামি করে সোনাতলা থানায় ২৬/৪/০২৯ তারিখে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ৷ রাব —১২ বগুরার শেরপুর হতে অপহত প্রতিমা রবিদাসকে উদ্ধার ত্রবং সাথে থাকা ত্রজাহার নামিয় আসামি মোঃ লিজু মিয়া মোঃ শাকিলকে গ্রেফতার করে সোনাতলা থানায় পাঠাই ৷ত্র বিষয়ে সোনাতলা থানার ও সি সাহেব আবদুল্লাহ আল মাছুউদ চৌধুরী জানান, প্রতিমা অপহরন মামলার পর হতে দ্রত গ্রেফতারের চেষ্টা চলছিল অবশেষে দুই জন আসামি গ্রেফতার হল ৷
ত্রই বিষয় নিয়ে কথা হল মেয়ের বাবার সাথে তিনি আইন প্রয়োগকারি সংস্হা ত্রবং বাংলাদেশ মাইনোরেটি ওয়াচের পরিচালকে ধন্যবাদ জানালেন ৷ জেলা কমিটির সভাপতি বিকাশ কর্মকার সাব ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি জানালেন প্রতিমাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়েছে ৷ত্রখন আইনগত কাজগুলি দ্রত শেষ করিব ৷
বাংলাদেশ মাই্নরিটি ওয়াচ প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছে, অনতি বিলম্বে ন্যায় বিচারের সা্র্থে নাবালিকা মেয়ে কে মা বাবার হেফাজতে প্রদান করা হউক, আসামিদের এহেন কাজের জন্য শাস্তি দেওয়া হউক।