৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৩

বগুড়া জেলার সোনাতলা থানায় অপহত স্কুল ছাত্রী প্রতিমা রবিদাস (১৫) উদ্ধার গ্রেফতার ২জন ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৫, ২০১৯,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে


বগুড়ার সোনাতলায় স্কুল ছাত্রী প্রতিমা রবিদাস উদ্ধার ত্রবং সাথে থাকা ত্রজাহার নামীয় অপহরনকারী আসামী মো লিজু মিয়া ও মোঃ বিশালকে গ্রেফতার করে বগুরা রাব —১২ ৷

বাংলাদেশ মাইনোরেটি ওয়াচে বগুরা জেলা কমিটির সভাপতি বিকাশ কর্মকারের কাছে প্রতিমা রবিদাস অপহরন হলে ন্যায় বিচার ও মেয়েকে উদ্ধারের মৌখিক আবেদন করিলে ৷সেন্ট্রাল চেয়ারমান ত্র্যাডঃ রবিন্দ্র ঘোষের সহযোগিতায় ত্রবং সোনাতলা থানার আন্তরিকতায় ৷

অপহত প্রতিমার বাবা শ্রী মতিলাল রবিদাস বাদি হয়ে (৮)জনকে আসামি করে সোনাতলা থানায় ২৬/৪/০২৯ তারিখে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ৷ রাব —১২ বগুরার শেরপুর হতে অপহত প্রতিমা রবিদাসকে উদ্ধার ত্রবং সাথে থাকা ত্রজাহার নামিয় আসামি মোঃ লিজু মিয়া মোঃ শাকিলকে গ্রেফতার করে সোনাতলা থানায় পাঠাই ৷ত্র বিষয়ে সোনাতলা থানার ও সি সাহেব আবদুল্লাহ আল মাছুউদ চৌধুরী জানান, প্রতিমা অপহরন মামলার পর হতে দ্রত গ্রেফতারের চেষ্টা চলছিল অবশেষে দুই জন আসামি গ্রেফতার হল ৷

ত্রই বিষয় নিয়ে কথা হল মেয়ের বাবার সাথে তিনি আইন প্রয়োগকারি সংস্হা ত্রবং বাংলাদেশ মাইনোরেটি ওয়াচের পরিচালকে ধন্যবাদ জানালেন ৷ জেলা কমিটির সভাপতি বিকাশ কর্মকার সাব ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিনের সাথে কথা হলে তিনি জানালেন প্রতিমাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়েছে ৷ত্রখন আইনগত কাজগুলি দ্রত শেষ করিব ৷

বাংলাদেশ মাই্নরিটি ওয়াচ প্রশাসন কে ধন্যবাদ জানাচ্ছে, অনতি বিলম্বে ন্যায় বিচারের সা্র্থে নাবালিকা মেয়ে কে মা বাবার হেফাজতে প্রদান করা হউক, আসামিদের এহেন কাজের জন্য শাস্তি দেওয়া হউক।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »