২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:২৬

যশোরে একটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৫, ২০১৯,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করে উচ্ছেদ চক্রান্তের অভিযোগ উঠেছে। এলাকার একটি প্রভাবশালী পরিবার তাদের জমি দখলে নিতে নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ। আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি। লিখিত বক্তব্যে ওই গ্রামের প্রদীপ কুমার রায় জানান, পৈত্রিক সূত্রে ৬৫৭৭ দাগের জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু এস এ রেকর্ড আমলে ভুলবশত বশির আহমেদ বিশ্বাস এর নামে জমিটি ৮৫৯ খতিয়ানে রেকর্ড হয়। পরে এ বিষয়ে দেওয়ানী মামলা করলে প্রদীপ কুমার দের পক্ষে আদালত রায় দেন। এরপর বশির আহমেদ বিশ্বাস এর ছেলে আবু সালেক পরপর দুইটি মামলা করে হেরে যান। আদালত তাদের বিপক্ষে রায় দিলেও জমি দখলে তারা তৎপরতা চালাচ্ছে। পরিবারের একাধিক সদস্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীতে থাকায় এবং একজন স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় নানাভাবে প্রভাব খাটিয়ে তারা প্রদীপ কুমারদের বাড়ি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। বিভিন্নভাবে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। এজন্য তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী পরিবার নিরাপদে আশঙ্কামুক্ত হয়ে বসবাস করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে রতন রায়, বিশ্বজিৎ রায়, বিজয় রায়, রনজিত রায়, টুম্পা অধিকারী, পদ্ম রায়, রিতা রানী দীপ্তি রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »