বিজেপি একাই পেতে পারে ৩৫০ এর আসন এই কথা বলছেন বিজেপি রাজ্য সভার সাংসদ
সুভ্রূ মনিয়ম সামি। ২০১৪ সালে এন ডি এ সরকার পেয়েছিল ৩৩৬ টি আসন তাই তিনি
এবার দাবি করছেন যে এইবার বিজেপি আরো বেশি সংখ্যায় আসন পেতে চলছে।
বিজেপি একক দল হিসাবে পেতে পারে ৩০০+ আসন ও এন ডি এক জোট পাবে ৩৫০ আসন। এক
বেসরকারি সংবাদ মাধ্যম কে সাক্ষাৎ কারে ঠিক এমনই দাবি করেন তিনি।
সার্জিক্যাল স্ট্রাইক ও রাম নবমীর পরে দেশ জুড়ে মোদি হাওয়া পেয়েছে অন্য এক
মাত্রা। তাতে যা দেখে মনে হচ্ছে ২০১৪ ছিল মোদি ঝড় এখন ক্রমশ তা মোদি
সুনামিতে পরিনত হয়েছে।
এই লোকসভা ভোটে প্রধানমন্ত্রী যে ভাবে তা সভা গুলিকে সন্ত্রাস বাদ নিয়ে ও
পাকিস্তান এর বিরুদ্ধে সরব হয়েছে তা নিয়ে অনেকের মোদির প্রসংশা করছে। তা
ছাড়াও হিন্দুত্বকে সামনে রেখে মোদি যে ভাবে নির্বাচন লড়ছে, তা নিয়ে মোদির
সাফল্য নিয়ে কারোর মনে কোন দ্বিধার জায়গা নেই।