বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট এর পিরোজপুর জেলা কমিটি ঘোষণা হয়েছে। সংগঠনটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আকাশ কান্তি সেন। সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী।
সভাপতি আকাশ কান্তি সেন বলেন, সংগঠনের সকলকে সংগঠিত করে গণতান্ত্রিক উপলব্ধিকরণে কাজ করব। পিরোজপুর জেলার সকল ক্ষেত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার রক্ষায় সচেষ্ট হয়ে কাজ করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট।
এছাড়াও সংগঠনটিকে গতিশীল করতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি প্রান্তি বিশ্বাস কালা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়দেব রায়, সাংগাঠনিক সম্পাদক বিপুল বিশ্বাস, প্রচার সম্পাদক রজত হালদার ও মহিলা বিষয়ক সম্পাদক মিতু মিত্র প্রমুখ। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট এর পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা যায়।