বাংলা নিউজ চ্যানেল গুলো আসল খবর বিকৃত করে দেখায়, আসল খবর সাধারণ মানুষের কাছে পৌঁছায় না।
কিছু নিউজ চ্যানেল তো রোজকার টিভি সিরিয়ালের মতো হয়ে গেছে, যেখানে স্বঘোষিত কিছু বুদ্ধিজীবীরা
রীতিমতো টাকার বিনিময়ে আসল খবর কে বিকৃত করে, ঝগড়া, অভিমান এসবের অভিনয়
করে। আর নিউজ এঙ্কার রা সেটাকে সার্কাস এর রিংমাস্টার মতো পরিচালনা করে ।
এতে নিউজ চ্যানেলটি মান কমে যায়, এখনকার সাংবাদিকরা সাংবাদিকতার আসল অর্থ ভুলে গেছে।
আজ এক একান্ত সাক্ষাৎকারে প্রণব মুখার্জি বাবু এই কথা গুলো বলেছেন।