ডিজিটাল নিরাপত্তা অাইনে গ্রেফতার হওয়া কবি হেনরী স্বপনের জামিন অাবেদন মঞ্জুর করেছে অাদালত।
অাজ বৃহস্পতিবার সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অাদালতের বিচারক শামীম অাহম্মেদ তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় কবিতা পরিষদ বরিশালের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, অাগামী ধার্য্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছে অাদালত।
এর অাগে মঙ্গলবার হেনরী স্বপনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে অাঘাত হানার প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা অাইন বরিশাল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে সর্বমহলে নিন্দা ও প্রতিবাদ সৃষ্টি হয়।