মকর সংক্রান্তির দিন পশ্চিম মেদিনীপুরের পিংলার ওলাইচন্ডি মন্দিরে আগুন দিলো মুসলিমরা। আগুনে খড়ের ছাউনি দেওয়া মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় পিংলা থানার পুলিস মহম্মদ রফিক নামে স্থানীয় এক মুসলিমকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তির দিন ওই মন্দিরে পূজা চলছিল। সেই সময় পূজাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের সঙ্গে হিন্দুদের বচসা বেঁধে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে একদল মুসলিম স্থানীয় মহম্মদ রফিক-এর নেতৃত্বে মন্দিরে আসে। এসেই মুসলিমরা মন্দিরের পুরোহিতকে মারধর করে মন্দিরটিকে ভেঙে দেয়। আতঙ্কে মন্দিরের কাছে থাকা হিন্দুরা পালিয়ে যায়। তখন মুসলিমরা মন্দিরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মন্দিরটি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ হিন্দুরা পরেরদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে। চাপে পড়ে পুলিস মহম্মদ রফিককে গ্রেপ্তার করে। কিন্তু পুলিস মাত্র ১ জনকে গ্রেপ্তার করায় পরেরদিন ক্ষুব্ধ হিন্দুরা পথ অবরোধ করে। তখন পুলিস ৩০জন হিন্দুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া হিন্দুদেরকে আজ কোর্টে তোলার কথা পুলিসের। এখনো পর্যন্ত উত্তেজনা থাকায় এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।