সোনাইছড়ি ত্রিপুরা পল্লী সীতাকুণ্ড:
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরা পাড়ার অসহায় ত্রিপুরা জনগোষ্ঠীদের পুরাতন হয়ে ভেঙ্গে পড়া ঘরবাড়ি গুলো পুনরায় সংস্কার করতে বাধা দেন ভূমির মালিকরা। তখন অসহায়রা বর্ষা ও বৃষ্টিতে ভিজে থাকতে না পেরে নিজ উদ্যোগে ত্রিপুরা পাড়ার প্রাথমিক স্কুলের পাশে সরকারি ভূমি পাহাড়ের মধ্যে কোনো রকম মাথা গুঁজে থাকার জন্য সাধারণত ভাবে দুই তিনটি ঘর বাঁধতে গেলে অসহায় ত্রিপুরারদেরকে বাধা দেয় আবুল খায়ের গ্রুপের ক্যাডার বাহিনীরা। তারা চাই ঐ সরকারি ভূমি দখল করে পাহাড় কেটে শিল্প কারখানা করার। তবে এখন অসহায় ত্রিপুরা ৬৫ পরিবার ৪০০জন জনসংখ্যা নারী পুরুষ কোথায় যাবে বর্তমান ত্রিপুরারা সারাদিন পরের কাজ করে রাত হলে বউ বাচ্চা নিয়ে ঘুমানোর সংকটে পড়েছে। ত্রিপুরা জনগোষ্ঠীরা এ দেশের নাগরিক এবং ভোটার হওয়ার শর্তেও তাদের কোনো নির্ধারিত বাসস্থানের ব্যবস্থা নাই, হয়তো আরো নির্যাতন করছে পাহাড় ভূমি দস্যুরা। এখন ত্রিপুরা নারী পরুষ সবাই আতঙ্কিত অবস্থায় রয়েছে কারণ আবুল খায়ের গ্রুপের গুন্ডা বাহিনীরা যেকোন ভাবে যেকোন মূহুর্তে কলকৌশল হামলা করার চেষ্টায় রয়েছে ত্রিপুরা নারী পুরুষের উপরে, অসহায় ত্রিপুরা জনগোষ্ঠীরা আবুল খায়ের গুন্ডা ও ক্যাডার বাহিনীর হুমকির মুখে রয়েছে, এখনো দিন রাত পাহারা দিয়ে থাকতে হচ্ছে।
[পাঠকদের মধ্যে যদি কিঞ্চিৎ পরিমাণ হলেও মানবতা থেকে থাকে, তাহলে দয়া করে, কমেন্ট না করে পোস্টটি অত্যধিক শেয়ার করে ভাইরাল করুন, যাতে করে বিষয়টি রাষ্ট্র ও প্রশাসনের নজরে আসে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে বাধ্য হন।]